ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভিকারুননিসার সেই শিক্ষিকার বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২১, ১৮:৪৬  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০২১, ১৮:৫০

ভিকারুননিসার সেই শিক্ষিকার বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা
ফাইল ছবি

ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ফাতেমা জোহরা হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।

আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ।

আদেশে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় সহকারী শিক্ষক ফাতেমা জোহরা হকের অবৈধভাবে খাতা মূল্যায়নের বিষয়ে গঠিত তদন্ত কমিটি অভিযুক্তের স্বীয় উক্তিতে খাতায় ভুল উত্তর কেটে শুদ্ধ উত্তর করে নম্বর বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি নৈতিকভাবে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এমতাবস্থায় বিধিমোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক বোর্ডকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও একই দিনে ফাতেমা জোহরা হকের বিরুদ্ধে আরো একটি অফিস আদেশ প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

আদেশে বলা হয়, তার বিরুদ্ধে খাতা মূল্যায়নের সময় সংগঠিত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত শিক্ষককে গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধি পদ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আদেশ দুটি দেখতে ক্লিক করুন ১, ক্লিক করুন ২

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত