ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

এমপিওভুক্তির জন্য যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ১৭:২০

এমপিওভুক্তির জন্য যেসব শিক্ষকদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষকদের দু’দিনের মধ্যে এ তথ্য পাঠাতে হবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান।

নোটিশে বলা হয়, এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বাংলা ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ে কতজন শিক্ষক এর অনুমোদিত পদ রয়েছে এবং উক্ত পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত কতজন এমপিওভুক্ত হতে পারেনি তার তথ্যাদি জানা প্রয়োজন।

মাধ্যমিক পর্যায়ে পাঠদানকৃত কিন্তু শুধুমাত্র নিম্ন মাধ্যমিক পর্যায় এমপিওভুক্ত এমন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ে জনবল কাঠামো অনুযায়ী অনুমোদিত পদ কতটি, কর্মরত আছে কতজন, শূন্য পদ কতটি এবং কতজন এমপিওভুক্ত হতে পারেনি তা সংযুক্ত ছকে ১৭ জানুয়ারির মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

আদেশ ও ছক দেখতে ক্লিক করুন

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত