ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৬

বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

এমপিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দিলেও বিধি অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষকদের কারো চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার আন্তর্জাতিক ‘শিক্ষা দিবস ২০২১’ উপলক্ষে ‘রিকভার অ্যান্ড রেভিটালাইজ এডুকেশন ফর দ্য কোভিড-১৯ জেনারেশন’ শীর্ষক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে একবারেই ঢেলে সাজাবার একটি চেষ্টা চলছে। আমি আশা করি সকলের সহযোগিতা পাবো। আর কলেজগুলোতে অনার্স-মাস্টার্স নিয়ে কথা উঠেছে, এটি নিয়ে ২০১৯ সাল থেকে কাজ করছি। কলেজগুলোর বিষয়ে আসলে আমরা জনপ্রতিনিধিরাই দায়ী। এলাকার মানুষদের চাপে আমরা কলেজগুলোয় অনার্স-মাস্টার্স খুলি। সবার জন্য তো অনার্সের প্রয়োজন নেই। এতো অনার্স-মাস্টার্স করে তারপর তারা কী করবেন? কাজেই যে দক্ষতাগুলো প্রয়োজন সেগুলো পাচ্ছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করায় ২০১৯ সাল থেকেই অনার্স-মাস্টার্স স্তরের অনুমোদন দেয়া বন্ধ করে দিয়েছে। যেসব জায়গায় (বেসরকারি কলেজে) অনার্স-মাস্টার্স রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বন্ধ করে দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, ‘কলেজগুলোয় বিভিন্ন ধরনের শর্ট কোর্স পড়ানো হবে। কলেজগুলো থেকে যারা বিএ, বিএসসি ও বি-কম পাস করবেন তাদের বিভিন্ন ধরনের শর্ট কোর্সগুলো যা থাকবে সেগুলোই শিক্ষকরা (অনার্স-মাস্টার্স স্তরের) পড়াবেন। কাজেই অনার্স-মাস্টার্স স্তরের কোনো শিক্ষক চাকরি যাওয়ার ভয় পাবেন না। যারা ইচ্ছুক হবেন তাদের আমরা আবার প্রশিক্ষণ দেবো। তারা বিভিন্ন শর্ট কোর্স যেগুলো হবে সেগুলো পড়াবেন।’

রাজধানীর পলাশীতে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি অংশ নেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল অংশ নেন।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দেয়ার কথা জানান। এরপর থেকে এমপিওভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা আন্দোলন-কর্মসূচি পালন করছেন।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত