প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১০:২০
প্রাথমিক স্কুল আগে খোলার পরামর্শ, যা বললেন গণশিক্ষা সচিব
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, ছোট বাচ্চাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তাই প্রাথমিক বিদ্যালয় আগে খুলে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।
|আরো খবর
রোববার আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে ‘রিকোভার অ্যান্ড রেভিটালাইজ এডুকেশন ফর দ্য কোভিড ১৯ জেনারেশন’ শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মতামত দেন।
ফরাসউদ্দিন বলেন, ‘সপ্তাহে তিন দিন দুই শিফটে (১০-৩টা) ক্লাস করা যেতে পারে। এভাবে করলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। তবে এক্ষেত্রে শিক্ষকদের অতিরিক্ত খাটুনি হবে। সেজন্য সরকার একটা অতিরিক্ত বেসিক বেতন দিয়ে অনুপ্রাণিত করতে পারে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু টিকা চলে এসেছে, আশা করা যায় টিকা দেওয়া গেলে চলতি বছরের মধ্যে কোভিড অনেকটাই শেষ হবে।’
প্রাথমিক স্কুল খোলার প্রস্তাবনার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম বলেন, ‘আপনার প্রস্তাবনা লিখে রেখেছি। আমরা চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠার বন্ধ থাকলেও শিক্ষকরা নিয়মিত স্কুলে আসছেন। তারা দৈনন্দিন নানা কাজ করছেন।’
বাংলাদেশ জার্নাল/কেআই