ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে প্রতিদিন থাকবে না সবার ক্লাস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২১, ১৬:১২

প্রাথমিকে প্রতিদিন থাকবে না সবার ক্লাস
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্কুল খোলার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘ক্লাশরুম সঙ্কটের কারণে অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। প্রতিদিন সবার ক্লাস থাকবে না।’

তিনি বলেন, সামাজিক দূরত্ব রক্ষায় ক্লাসরুম সঙ্কটের কারণে মূলত এই অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে।’

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতকারে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন, একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। তবে এক্ষেত্রে পঞ্চম শ্রেণিকে বেশি গুরুত্ব দেয়া হবে।

এছাড়া বেসরকারি কিন্ডারগার্টেনগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত তারা (কিন্ডারগার্টেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) নেবে, এটি মন্ত্রণালয়ের বিষয় নয় বলে জানিয়েছেন মন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত