ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সরকারি মাধ্যমিকে দ্বিতীয় দফায় লটারি সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২১, ২২:২৯  
আপডেট :
 ২৬ জানুয়ারি ২০২১, ২২:৩৫

সরকারি মাধ্যমিকে দ্বিতীয় দফায় লটারি সম্পন্ন

ভর্তি নীতিমালা অনুযায়ী কোটা পূরণের লক্ষ্যে দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশে লটারি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ লটারি সম্পন্ন হয়। লটারিতে যাদের নাম আসবে আজ রাত ৯টার পর তাদের তালিকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জানিয়ে দেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন কোটা পূরণে মোট ১৭ হাজার ৭৯৯ আবেদনের মধ্যে দ্বিতীয় দফায় ভর্তির ডিজিটাল লটারি সম্পন্ন হয়েছে। এতে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও শিক্ষক- কর্মচারীর সন্তান কোটা রয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টার পর সকল শিক্ষা প্রতিষ্ঠান ফলাফল পাঠানো হবে। যেসব স্কুলে আসন শূন্য আছে ফলাফলের ভিত্তিতে তারা শিক্ষার্থী ভর্তি করবে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী বিভিন্ন কোটা পূরণের লক্ষ্যে দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য আজ ২৬ জানুয়ারি পরিচালক (মাধ্যমিক) এর কক্ষে এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। এটি অধিদপ্তরের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

মাউশি থেকে জানানো হয়, কোটাপূরণের লক্ষ্যে দ্বিতীয় অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আগের মত স্ব স্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংগ্রহপূর্বক তাদের ভর্তি কার্যক্রম আগামী ২৮ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ জার্নাল/একে/এমএম

  • সর্বশেষ
  • পঠিত