ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে অধিদপ্তরের নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১০:২৩  
আপডেট :
 ২৮ জানুয়ারি ২০২১, ১০:৪১

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে অধিদপ্তরের নির্দেশনা

বই, দাওয়াত পত্র, নির্বাচনি প্রচারপত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার হয়ে থাকে। তবে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

জানা গেছে, সরকারি দাওয়াতপত্র, নির্বাচনি প্রচারপত্র, বই মেলা, বাণিজ্য মেলা এবং সরকারি প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের গত ৪ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা প্রকাশিতব্য বই, তাদের সংগঠনের নির্বাচনে প্রচারপত্র, সরকারি দাওয়াত পত্রসহ প্রকাশনার ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার করতে পারবেন না।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত