ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

এইচএসসির ফল নিয়ে শিক্ষাবোর্ডের জরুরি নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:৩০

এইচএসসির ফল নিয়ে শিক্ষাবোর্ডের জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি সংগৃহীত

২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশে শিক্ষাবোর্ড থেকে চারটি নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। কুমিল্লা ও বরিশাল শিক্ষাবোর্ড থেকে এ রকম নির্দেশনা জারি করা হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়, এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। আগের মতো পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রেরণ করা হবে না। কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

যারা মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

যেভাবে করবেন প্রি-রেজিস্ট্রেশন

HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এটা করলেই ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

টেলিটক ওয়েবসাইট (এখানে ক্লিক করুন) থেকেও ফলাফল দেখা যাবে।

সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও আপনি আপনার ফলাফল জানতে পারবেন।

এর আগে মঙ্গলবার (২৬ জনুয়ারি) রাতে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশের জন্য শিক্ষাবোর্ডকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ফল প্রকাশ করতে শিক্ষা বোর্ডের কোনো বাধা নেই।

আরো পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে লিগ্যাল নোটিশ​

রোববার প্রকাশ হতে পারে এইচএসসির ফল​

অ্যাপিয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা বিসিএসে আবেদন করতে পারবে​

বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত