ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের তথ্য চেয়েছে ডিপিই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১১:১১

প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের তথ্য চেয়েছে ডিপিই

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের কত পদ শূন্য রয়েছে তা জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ছকে বিদ্যালয়ভিত্তিক এই তথ্য পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে বলা হয়েছে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এ আদেশে স্বাক্ষর করেন।

অফিস আদেশে বলা হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার আওতাধীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদ্যালয়ভিত্তিক শূন্য পদের তালিকা আলাদাভাবে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে ইমেইলে ([email protected], [email protected] এবং [email protected]) পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

নির্ধারিত ছক অনুযায়ী জেলা/সিটি করপোরেশনের নাম উপজেলা/থানার নাম, বিদ্যালয়ের নাম, শূন্য পদের সংখ্যা পাঠাতে হবে। পদায়ন সংক্রান্ত মামলা থাকলেও সে তথ্যও পাঠাতে হবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের।

সহকারী শিক্ষকদের ক্ষেত্রে নির্ধারিত ছকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অনুমোদিত পদ ও শূন্য পদের তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/একে/কেআই

  • সর্বশেষ
  • পঠিত