ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঢাবি’র সাবেক অধ্যাপক ড. মাহমুদের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৫

ঢাবি’র সাবেক অধ্যাপক ড. মাহমুদের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইউজিসি প্রফেসর ড. এ বিএম মাহমুদের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ড. এ বিএম মাহমুদ সরাসরি আমার শিক্ষক ছিলেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ, ব্রিটিশ-ভারতের ইতিহাস বিশেষজ্ঞ ও প্রখ্যাত গবেষক ছিলেন।

তিনি শ্রেণিকক্ষে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত সৎ, নিবেদিতপ্রাণ, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন গুণী শিক্ষক ছিলেন বলে ইউজিসি চেয়ারম্যান জানান।

ইউজিসি চেয়ারম্যান ড. মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ড. এ বিএম মাহমুদ ২০১৩-২০১৫ সালে ইউজিসি প্রফেসর হিসেবে মনোনীত হন। এছাড়া, ঢাবির ইতিহাস বিভাগে অধ্যাপক ড. এ বি এম মাহমুদের নামে স্বর্ণপদক প্রবর্তন করা হয়েছে।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত