ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বন্ধ হলের তালা ভাঙলেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা

  জাবি প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩২  
আপডেট :
 ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৩

বন্ধ হলের তালা ভাঙলেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা
হলের তালা ভাঙছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ক্যাম্পাসের বাইরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পরদিন নিরাপত্তার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ব্যাপক বিক্ষোভের মধ্যে সব হলের তালা ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা।

কয়েক শ শিক্ষার্থী শনিবার বেলা ১টার দিকে তালা ভাঙা শুরু করেন। প্রথমে আল বেরুনি হল, তারপর ফজিলাতুন্নেসা এবং একে একে ১৬ হলের সবগুলোরই তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। তবে তারা হলে অবস্থান না করে বাইরে চলে যান। ক্যাম্পাসে অবস্থান নেন।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তাদের অভিযোগ। ওই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন।

শনিবার বেলা ১১টার দিকে কয়েক শ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। সেখান থেকে মিছিল যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হয়ে উপাচার্যের বাসভবনের সামনে। সেখানে অবস্থান নিয়ে তারা ‘এক দফা এক দাবি, আজকে হল খুলে দিবি’ শ্লোগান দেন। পরে তারা তালা ভাঙেন।

সংঘর্ষে শিক্ষার্থীদের আহত হওয়া প্রসঙ্গে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেছিলেন, ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের দায়িত্ব তারা নেবেন না। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়ায়।

সূত্রমতে, করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয় হল বন্ধ ঘোষণা করলে এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশপাশে গেরুয়া, আমবাগান, ইসরামনগরসহ বিভিন্ন গ্রামে ভাড়া বাসায় ও মেসে থাকছিলেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত