ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

কুবিও স্থগিত করল চূড়ান্ত পরীক্ষা

  কুবি প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৫

কুবিও স্থগিত করল চূড়ান্ত পরীক্ষা
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও (কুবি) চলমান বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

মঙ্গলবার উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও প্রভোস্টদের এক সভা শেষে এ সিদ্ধান্ত জানান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ডিন এবং প্রভোস্টদের সম্মতিক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গেল বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ধাপেধাপে অন্যান্য সেমিস্টারেরও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নিতে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী ১৭ মে হল ও ২৪ মে থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময়ে কোনো ধরনের একাডেমিক পরীক্ষাও নেয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত