ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

এমপিওভুক্ত বেসরকারি কলেজের তথ্য চেয়ে মাউশির আদেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২১, ১৯:২৪

এমপিওভুক্ত বেসরকারি কলেজের তথ্য চেয়ে মাউশির আদেশ
ফাইল ছবি

এমপিওভুক্ত বেসরকারি কলেজের তথ্য চেয়ে আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বেসরকারি স্কুল এন্ড কলেজের কলেজ শাখা ও ডিগ্রি কলেজের প্যাটার্ণভুক্ত শূন্য পদের তথ্য পাঠাতে হবে।

সোমবার মাউশি তাদের ওয়েবসাইটে এ আদেশ দিয়েছে। এতে স্বাক্ষর করেছেন মো. এনামুল হক হাওলাদার (উপপরিচালক কলেজ-২)।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক শূন্য পদ পূরণ ও পদোন্নতি প্রদান সংক্রান্ত বিষয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদান করবে। বর্ণিত বিষয়ে সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক অগ্রগতি প্রতিবেদন প্রেরণ করার জন্য অত্র অধিদপ্তরের এইচআরএম ইউনিট অনুরোধ করেন।

এমতাবস্থায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি কলেজের প্যাটার্নভুক্ত শূন্যপদে তথ্য নিম্নোক্ত ছক অনুযায়ী আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত