ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

প্রবেশ করা যাচ্ছে না ডিপিইর ওয়েবসাইটে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২১, ২০:১৫  
আপডেট :
 ০৬ মার্চ ২০২১, ২০:৩০

প্রবেশ করা যাচ্ছে না ডিপিইর ওয়েবসাইটে
ছবি: নিজস্ব

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট বন্ধ রয়েছে। মোবাইল দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও কম্পিউটারের মাধ্যমে সাইটটিতে ঢোকা যাচ্ছে না।

বিষয়টি কেন হচ্ছে এবং কতক্ষণ ধরে সাইটে প্রবেশ করা যাচ্ছে না তা অধিদপ্তরের কর্মকর্তারাও জানেন না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এ দুদিন ওয়েবসাইটে তেমন কিছু থাকে না।

তবে প্রাথমিকে একাধিক শিক্ষক বাংলাদেশ জার্নালকে বলেন, অধিদপ্তরের সাইটের মাধ্যমে অনেক আদেশ ও নির্দেশনা তারা পেয়ে থাকেন। সম্প্রতি অধিদপ্তরের নামে ফেক সাইট তৈরি করে একটি প্রতারক চক্র। তবে সাইটের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দেয়া উচিত।

জানতে চাইলে প্রাথমিক অধিদপ্তরের পরিচালক (আইএমডিবি) মো. বদিয়ার রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।

দ্বিতীয়বার যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পুরো সিস্টেমটাই ডাউন। অধিদপ্তরের নেট সংযোগ বিটিসিএল’র মাধ্যমে সংযুক্ত। অপটিক্যাল ফাইবারটি কাঁটা পড়েছে। যে কারণে কেউ ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। অপটিক্যাল ফাইবার সংযোগটি ঠিক হলেই ওয়েবসাইট পুনরায় দৃশ্যমান হবে।

তবে কত সময় লাগবে বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত