ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

নিবন্ধনধারীদের জন্য বিরাট সুখবর

  প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২১, ১৮:২৪

নিবন্ধনধারীদের জন্য বিরাট সুখবর
ছবি- নিজস্ব

শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে জোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

এনটিআরসিএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি মাসেই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নিয়ে কাজ করছি। আশা করছি এ মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘গণবিজ্ঞপ্তির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অনেক কাজ রয়েছে, সে কারণে কখন গণবিজ্ঞপ্তি দেয়া হবে তা এখনই বলতে পারছি না। তবে যত দ্রুত সম্ভব গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

আদালতের আদেশ ও শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এনটিআরসিএ’র চেয়ারম্যান বলেন, ‘নিয়োগের বিষয়ে সিরিয়ালি আসতে হবে। একবারে ৫৭ হাজার লোক নিয়ে নেয়া হবে, এভাবে না। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত হিসেবে বর্তমানে শূন্যপদ ৫৭ হাজার ৫০৮টি। কেউ বলছে ৮০ হাজার কেউ বলছেন ৯০ হাজার। কোনও কোনও পত্রিকা বাড়িয়ে লিখেছে। ২০১৯ সাল পর্যন্ত আমরা তথ্য নিয়েছি। ২০১৯ সাল পর্যন্ত শূন্যপদ ৫৭ হাজার ৫০৮টি। এরপর যে যা বলছে তা অনুমানের ওপর। এর বাইরে সঠিক কোনও তথ্য নেই। এই ৫৭ হাজার ৫০৮টি পদ থেকে আমরা নিয়োগ দিয়েছি ১ হাজার ২৮৪ জন, যা এই সংখ্যা থেকে বাদ যাবে।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত