ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাবিতে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন চলছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২১, ১২:৫৭

রাবিতে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন চলছে
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদন চলছে।

এর আগে ২৭ মার্চ বিকেল ৩টা পর্যন্ত প্রথম ধাপের আবেদন শেষ হয়। এই সময়সীমার মধ্যে মোট তিন ইউনিটে ১ লাখ ১ হাজার ২৮৭ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে।

দ্বিতীয় ধাপের আবেদন চলবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর রাত ১০টা থেতে শুরু হবে তৃতীয় ও শেষ ধাপের আবেদন। আগামী ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। আসন শূন্য থাকা সাপেক্ষে এ আবেদন চলবে।

প্রসঙ্গত, আগামী ১৪ জুন ‌‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতি ইউনিটে তিনটি করে মোট ৯ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক প্রতি শিফটে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া এবারের পরীক্ষায় তিন ইউনিটে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ভর্তি সংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত