ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ঢাবি ভর্তিযুদ্ধে বেশি আবেদন ‘ক’ ইউনিটে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ১৯:৩৬

ঢাবি ভর্তিযুদ্ধে বেশি আবেদন ‘ক’ ইউনিটে
ছবি: নিজস্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে। এতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪৩ হাজার ৭১২টি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘ক’ ইউনিটে।

সোমবার বিকেল থেকে শুরু হওয়া এ ভর্তি আবেদন বুধবার রাতে শেষ হয়।

সূত্র জানায়, এ বছর ‘ক’ ইউনিটে ১ লাখ ২৩ হাজার ৮০৬টি, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২টি, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬টি, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭টি এবং ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১টি আবেদন জমা পড়েছে।

গত বছরের চেয়ে এবছর আবেদন বেশি জমা পড়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৫ টি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন ২ লাখ ৭০ হাজারের বেশি। সে হিসাবে এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি।

জানা গেছে, এবার মোট ৫ টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো, ক, খ, গ, ঘ এবং চ ইউনিট। এসব ইউনিটের মধ্যে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ মে এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে ৫ জুন।

করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মানতে এ বছর পরীক্ষার্থীদের বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত