ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

লকডাউনেও চলবে শিক্ষক নিয়োগের আবেদন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ১৭:০৮

লকডাউনেও চলবে শিক্ষক নিয়োগের আবেদন
ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের বেশি পদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে রোববার (৪ এপ্রিল) থেকে আবেদন শুরু হবে। সকাল ১০টা থেকে অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

এর মধ্যে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। এর মধ্যে রোববার থেকে ১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার স্থগিত করা হয়েছে।

লকডাউনের মধ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার আবেদন চলবে কি না জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আশরাফ উদ্দিন শনিবার দুপুরে বলেন, মৌখিক পরীক্ষাটি সরাসরি হওয়ায় তা স্থগিত করা হয়েছে। কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনটি হবে অনলাইনে। তাই এটি চলমান থাকবে। কারণ এ আবেদন করতে হলে কোনো প্রার্থীকে অফিসে যেতে হবে না। শুধু ফি দিতে হয়তো মোবাইলে দোকানে যেতে হবে সর্বোচ্চ। তাই এ আবেদন চলবে।

লকডাউনের কারণে আবেদনের সময় বাড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা শেষের দিকে বলতে পারবো।

জানা গেছে, দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জন, সংরক্ষিত ২ হাজার ২০৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত

একে

  • সর্বশেষ
  • পঠিত