ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয়ের সুখবর

  প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৭:৪৯

শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয়ের সুখবর

আজ সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। এসময় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রয়েছে। তবে সুখবর পেয়েছেন শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লকডাউনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ির বাইরে যাবেন না। শিক্ষার্থীরাও বাড়িতে অবস্থান করবে। এসময় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির বলেন, সরকার ঘোষিত লকডাউন চলাকালে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া যাবে না। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন।

এর আগে রোববার বিকালে সরকার ঘোষিত লকডাউনে সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত