ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

এসএসসির ফরম পূরণ স্থগিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৯:৫১  
আপডেট :
 ০৫ এপ্রিল ২০২১, ১৯:৫৫

এসএসসির ফরম পূরণ স্থগিত
ফাইল ছবি

সরকারের কঠোর বিধি-নিষেধের কারণে সারাদেশে এসএসসির ফরম পূরণ স্থগিত করা হয়েছে। ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিলম্ব ফি দেয়া লাগবে না।

সোমবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘মহামারি একটি জাতীয় সমস্যা। সরকারের নতুন বিধি-নিষেধের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফরম পূরণের সময় বাড়ানো হবে। ’

বোর্ড সূত্র জানায়, ‘ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থীরা নিজেদের ফরম পূরণের কাজ শেষ করেছে। এখনো যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র মতে, ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ এপ্রিল শেষ হবে। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে দেশের সকল শিক্ষা বোর্ডগুলো।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত