ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

যেসব শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে কাল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ২১:৩৫

যেসব শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে কাল
প্রতীকী ছবি

এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় হচ্ছে আগামীকাল সোমবার।

রোববার শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আজ তাড়াতাড়ি ব্যাংক বন্ধ হওয়ায় চেক ছাড় করা যায়নি। সোমবার সকালে চেক ছাড় হলে ১৯ এপ্রিল পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন।

বেসরকারি শিক্ষকদের অভিযোগ, কতিপয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তার উদাসীনতা ও অবহেলায় এবার পহেলা বৈশাখের আগে বৈশাখাী ভাতা হাতে পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষকরা। অথচ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ ও স্কুল শিক্ষকরা ১০ এপ্রিলের মধ্যেই টাকা পেয়েছেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন।

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন। এবার বৈশাখী ভাতা বাবদ স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মোট ১৪৬ কোটি ৬৫ লাখ টাকা দেয়া হবে। এর বাইরে মাদ্রাসা ও কারিগরির শিক্ষকরা রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত