ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৭:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া টাকা জমা দেয়া যাবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অনলাইনে এ ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় চবির ভর্তি আবেদন প্রক্রিয়া ৫ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল শেষ করার সিদ্ধান্ত হয়। তবে দেশে করোনাভাইরাস বৃদ্ধির কারণে এক সপ্তাহ পিছিয়ে আজ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা কমিটি। সিদ্ধান্তে আগামীকাল থেকে শুরু হবে।

গত বছরের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ২২ জুন থেকে তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ‘বি-১ ও ‘ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুলাই উপ-ইউনিট।

এবার ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি। ভর্তির আবেদনের জন্য প্রতি ইউনিট ও উপ-ইউনিটে একজন শিক্ষার্থীর খরচ হবে ৫৫০ টাকা।

ভর্তিচ্ছুরা https://admission.cu.ac.bd এই লিংকয়ের মাধ্যমে প্রচারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত