ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রাবিতে তদন্ত কমিটির সদস্যরা

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ০৮ মে ২০২১, ১৪:৫৫  
আপডেট :
 ০৮ মে ২০২১, ১৫:০২

রাবিতে তদন্ত কমিটির সদস্যরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করতে ক্যাম্পাসে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তারা।

তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে রয়েছেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

জানা গেছে, শনিবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। সেখানে ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ১৪১ জনকে নিয়োগ দেন। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে একটি তদন্ত কমিটি গঠন করে।

আরও পড়ুন- রাবি উপাচার্যের নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত