ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ঈদের পরে পরীক্ষা নেবে ইবি

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৮:০১

ঈদের পরে পরীক্ষা নেবে ইবি

পবিত্র ঈদুল আযহার পরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাবর্ষের পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। করোনা পরিস্থিতি বিবেচনা করে বিভাগগুলো তাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুসারে অনলাইন বা সশরীরে পরীক্ষা গ্রহণের পদ্ধতি নির্ধারণ করবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ১২০তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার দপ্তর।

ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, পবিত্র ঈদুল আযহার পরের সপ্তাহ থেকে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বিভাগগুলোকে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিভাগ চাইলে সশরীরে ও অনলাইনে পরীক্ষা নিতে পারবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা সশরীরে নাকি অনলাইনে গ্রহন করা হবে সে বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করবে বিভাগের একাডেমিক কমিটি।

এছাড়াও সরকারি সিদ্ধান্ত না হলে আবাসিক হল বন্ধ থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন- খুবিতে সশরীরে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু

অনলাইনে করা যাবে ঢাবির ভর্তি ও ফরম ফিল-আপ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত