ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষা সচিব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২১, ২১:১৬

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষা সচিব

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে ২৫ জুনের পর সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা যাবে সেটি এই মুহূর্তে বলা মুশকিল। কেননা এখন সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্কুল-কলেজ খোলা প্রসঙ্গে ২৫ জুনের পর জানিয়ে দেয়া হবে।

সচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রমণ ৫ শতাংশে নেমে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। বর্তমানে সংক্রমণের হার সেই অবস্থায় নেই। তাই স্কুল-কলেজ খোলার ঝুঁকি নিতে চাই না।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত