ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও মাধ্যমিকের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২১, ১৭:২১  
আপডেট :
 ২৮ জুন ২০২১, ১৭:২৫

উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও মাধ্যমিকের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহ এবং মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘শিক্ষার্থীরা যেন বাসায় বসে শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে পারে এ জন্যই অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে।’

এর আগে গত ২০ জুন ২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

গত বছরের মতো এ বছরও মাধ্যমিকের শিক্ষার্থীদের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

গত ২০ মার্চ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল- একে/ওআই

  • সর্বশেষ
  • পঠিত