ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৭:৫৯

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

করোনার সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমন্বিত ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ১২ আগস্ট হচ্ছে না।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

তিনি জানান, দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় পরীক্ষার তারিখ আপাতত স্থগিত করা হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি হলে পরে ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। আগেই প্রকাশিত তালিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এর আগে ওই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১২ জুন হওয়ার কথা ছিল। একই কারণে পরে ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ১২ আগস্টও এখন আর পরীক্ষা হচ্ছে না।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত