ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনা উপসর্গে প্রাণ গেলো পঞ্চম শ্রেণির ছাত্রীর

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:২০

করোনা উপসর্গে প্রাণ গেলো পঞ্চম শ্রেণির ছাত্রীর
ফাইল ছবি

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে জান্নাতুল ফিজা নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর হাসপাতলে তার মৃত্যু হয়।

দেবীপুর এলাকার সেলিম উদ্দিনের মেয়ে ফিজা রায়পুর উপজেলার সায়েস্তানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পড়ত।

স্বজনরা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নিয়মিত মাদ্রাসায় যাচ্ছিল জান্নাতুল। ৪ দিন আগে তার জ্বর-কাশি-সর্দি হয়। তবে শুক্রবার সকালে জ্বর তেমন একটা না থালেও সন্ধ্যার দিকে শ্বাস-প্রশ্বাসের কষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পর ফিজা মারা যায়।

সিভিল সার্জন আবদুল গফ্ফার জানান, শুক্রবার সন্ধ্যায় ফিজার বেশি অসুস্থ হয়ে পড়লে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অক্সিজেন লেভেল ৬৫ শতাংশের নিচে নেমে আসে। উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, যেহেতু ফিজার করোনা উপসর্গ ছিল, সে অনুযায়ী তার নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে এলে নিশ্চিত হওয়া যাবে, সে করোনায় মারা গেছে কি না।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত