ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বাসা ভাড়া এড়াতেই হলে উঠেছেন ঢাবি শিক্ষার্থীরা

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ১৯:০৫

বাসা ভাড়া এড়াতেই হলে উঠেছেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাবির শহীদুল্লাহ হলের গেটে থাকা তালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি সংগৃহীত

দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর আগামী ৫ অক্টোবর হল খোলার ঘোষণা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই গতকাল শুক্রবার অমর একুশে হলের তালা ভেঙে কক্ষে উঠে পড়েন কিছু শিক্ষার্থী। এর পরপর ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ আরও বেশি কয়েকটি হলেও একই ঘটনা ঘটে।

হলে উঠা শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ হওয়ার পর তারা ঢাকায় বাসা ভাড়া করে থাকছিলেন। এখন পাঁচদিন বাসায় থাকলে চলতি মাসের পুরো ভাড়া দিতে হবে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোন সমাধান না পেয়ে হলে উঠতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, এভাবে হলে উঠা শিক্ষার্থীদের ঠিক হয়নি। হলে প্রভোস্ট আসা পর্যন্ত তাদের অপেক্ষা করার দরকার ছিলো।

তিনি আরও বলেন, হলে উঠা কিছু শিক্ষার্থীর অবস্থা সত্যি খুব মানবেতর। তাদের বিষয়টি আমরা বিবেচনায় রাখছি।

এদিকে, উদ্ভুত পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন উপাচার্য মো. আখতারুজ্জামান। আজ শনিবার রাতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

ঢাবির একুশে হলের তালা ভাঙলো শতাধিক শিক্ষার্থী

হোস্টেলে তালা দিয়ে উধাও অধ্যক্ষ: পরীক্ষা দিতে পারেনি ৪ পরীক্ষার্থী

ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শেষ, কারাগারে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

বাংলাদেশ জার্নাল/এমআর/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত