ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ১৩:৫৯  
আপডেট :
 ০৩ অক্টোবর ২০২১, ১৪:১০

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
ফাইল ছবি।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে নিজ আসনে বসতে হবে। তবে নির্ধারিত সময়ের পরে কেউ এলে দেরির কারণ উল্লেখ করে কেন্দ্রে প্রবেশ করা যাবে। অর্থৎ যৌক্তিক কারণে দেরি হলে কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা।

নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে দ্রুত এমন নির্দেশনা কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে নিজ আসনে বসতে হবে। যদি বিশেষ কারণে কেউ দেরি করে, তবে তাকে কেন্দ্রের ফটকে রেজিস্টার খাতায় কারণ উল্লেখ করে প্রবেশ করতে হবে। সেসব তথ্য পরীক্ষা শেষে প্রতিদিন বিকেলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

তিনি বলেন, যানজট, ব্যক্তিগত সমস্যাসহ যৌক্তিক কারণে কারও দেরি হলে সেটি গ্রহণযোগ্য হবে। কেউ অযৌক্তিক কারণে নিয়মিত দেরি করলে তার কাছে কারণ জানতে চাওয়া হবে। এ বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দেয়া হবে। প্রয়োজনে তার অভিভাবকদেরও ডেকে এ বিষয়ে সতর্ক করা হতে পারে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত