ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

উচ্চতর গণিত ও জীববিজ্ঞানে অনুপস্থিত ৩০৪৯

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ১৮:৩৩

উচ্চতর গণিত ও জীববিজ্ঞানে অনুপস্থিত ৩০৪৯

সারাদেশে অনুষ্ঠিত হয়েছে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষা। সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া দেড়ঘণ্টার এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩০৪৯ জন পরীক্ষার্থী। এদিন অনৈতিক পন্থা অবলম্বনের দায়ে দুজনকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে। শিক্ষামন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

কন্ট্রোলরুম থেকে পাঠানো তথ্যে বলা হয়, সারাদেশে একযোগে ২২০০ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। পরীক্ষায় ৪ লাখ ৮৪ হাজার ৬৩৫ জন শিক্ষার্থীর পরীক্ষা দেয়ার কথা থাকলেও অংশ নেয় ৪ লাখ ৮১ হাজার ৫৮৬ জন।

এরমধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ৮৬৫জন, চট্টগ্রামে ১৯০জন, রাজশাহীতে ৪২৩জন, বরিশালে ১৪০জন, সিলেটে ১৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়াও দিনাজপুরে ৩৭৭জন, কুমিল্লায় ৪৩৩জন, ময়মনসিংহে ২৮৯জন এবং যশোরে অনুপস্থিতির সংখ্যা ১৮৫ জন। এ দুই বিষয়ে কুমিল্লা ও বরিশাল শিক্ষাবোর্ডে ১ জন করে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/একে/এমএম

  • সর্বশেষ
  • পঠিত