ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

একসঙ্গে ঢাবি-বুয়েটে প্রথম সিয়াম

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ১৭:৪৮  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২১, ১৭:৫৪

একসঙ্গে ঢাবি-বুয়েটে প্রথম সিয়াম
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন মেফতাহুল আলম সিয়াম। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এদিন ওয়েবসাইটে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও অপেক্ষমান তালিকা একইসঙ্গে প্রকাশ করা হয়।

এর আগে তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন সিয়াম। এছাড়া চলতি বছরের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি।

প্রসঙ্গত, এ বছর প্রিলিমিনারিতে অংশ নেয় ২৪ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবে বুয়েটে পড়াশুনা করার।

বাংলাদেশ জার্নাল/একে/এমজে

  • সর্বশেষ
  • পঠিত