ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ১১:৩১  
আপডেট :
 ০২ ডিসেম্বর ২০২১, ১১:৩৫

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই

এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিন সরকারি সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। আমাদের যে পদ্ধতি তাতে প্রশ্নফাঁস হতে পারে না। তবুও এর গুজব ছড়ানো এবং ফাঁসের কাজের সাথে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দীপু মনি বলেন, ২৩ তারিখেও আমাদের এইচএসসি পরীক্ষা হবে। ওইদিন ইউপি নির্বাচনেরও তারিখ ছিলো। আমরা নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করেছি। তারা নির্বাচন পিছিয়েছে। যার কারণে ২৩ তারিখে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, আমরা আগামী বছরের পরীক্ষা পরিস্থিতির উপর নির্ভর করে বছরের মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করবো।

মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের টিকা দেয়া হয়নি কিংবা টিকা প্রথম ডোজ দিয়েছে তাদের পরীক্ষার পরপরই খুব দ্রুত টিকা দেয়া হবে বলে জানান মন্ত্রী।

এছাড়া পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এক মাসের মধ্যে দেয়ার চেষ্টা করা হবে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/একে/এমএম

  • সর্বশেষ
  • পঠিত