ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ঢাবির গণরুমে করোনা শনাক্ত, আতঙ্কে শিক্ষার্থীরা

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৪

ঢাবির গণরুমে করোনা শনাক্ত, আতঙ্কে শিক্ষার্থীরা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের জাতির জনক বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মুজিবুর রহমানের গতকাল কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।

জানা যায়, তিনি দুইদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার কোনো উন্নতি না হলে তার রুমের অন্যান্য সদস্যরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে (ডিইউএমসি) নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে আজিমপুরের ব্র্যাক বুথ অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্রে নিয়ে কোভিড টেস্ট করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। শনাক্ত ওই শিক্ষার্থী এতদিন ২৬ সদস্যের একটি গণরুমে ছিলেন। ফলে ভয়ে ও আতঙ্কে রয়েছেন অন্য শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই রুমেরই একজন বাসিন্দা বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আমাদের রুমে করোনা শনাক্ত হয়েছে এটা খুবই আতঙ্কজনক একটি বিষয়। গণরুম এমন একটি জায়গা যেখানে খুব সহজেই করোনা সংক্রমিত হতে পারে। এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা অসম্ভব।’

খোঁজ নিয়ে জানা যায়, একই রুমের আরও কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ। কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়ার পরে সাজ্জাদকে কুমিল্লায় তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনকে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত