ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে চলমান পরীক্ষা নিতে পারবে ঢাবি

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৩১

স্বাস্থ্যবিধি মেনে চলমান পরীক্ষা নিতে পারবে ঢাবি
সংগৃহীত ছবি।

বিভাগ ও শিক্ষার্থীদের সম্মতিতে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের চলমান পরীক্ষা শেষ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে অনার্সের অন্যান্য বর্ষের পরীক্ষাগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

রবিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইনজামামুল হক বাংলাদেশ জার্নালকে বলেন, ‘করোনা সংক্রমণ বাড়লে গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এতে করে আমাদের দ্বিতীয় সেমিস্টারের চলমান পরীক্ষা ‌অনিশ্চয়তায় পড়ে। পরীক্ষা হবে কি হবে না এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘যারা টার্মিনাল পরীক্ষা অর্থাৎ অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির জন্য আবেদন করবে আমরা তাদের পরীক্ষার ব্যাপারে এ সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য বর্ষের পরীক্ষার্থীদের যাতে সেশনজট না হয় এ বিষয় বিবেচনা করে আমরা লস্ট রিকভারি সিস্টেমের মাধ্যমে ব্যবস্থা নেব।’

এর আগে শুক্রবার সকালে একটি লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রীপরিষদ থেকে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সার্বিক কার্যাবলি ও চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হলে চলমান পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত