ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

শাবির সাবেক ৫ শিক্ষার্থী আটক

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:৪০  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২২, ১৮:১২

শাবির সাবেক ৫ শিক্ষার্থী আটক
ছবি- সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করে ঢাকা থেকে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ।

এর আগে তাদের আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে সেটিও সিলেট নিয়ে যাওয়ার পর জানা যাবে বলে জানান পুলিশ কমিশনার।

ওই ৫ জনের মধ্যে মধ্যে একজন হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র হাবিবুর রহমান (স্বপন)। তিনি বর্তমানে একটি মার্কিন প্রতিষ্ঠানে কাজ করেন। অপরজন হলেন স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্র রেজা নূর মুঈন। রেজা দেশের একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করছেন। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

গত ১৩ জানুয়ারি শাবির শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা।

পরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় আন্দোলন চলাকালে ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে কর্তৃপক্ষ ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, বিষয়টি আমি পত্রিকা থেকে জেনেছি, টাকা যোগান দেয়ার অভিযোগে সিআইডির একটি টিম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আটক করেছে।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত