ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

স্বাধীনতা দিবসে পরীক্ষা, আবার রুটিন পুনর্বিন্যাস

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ২৩:০৩  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২২, ২৩:০৭

স্বাধীনতা দিবসে পরীক্ষা, আবার রুটিন পুনর্বিন্যাস

করোনা মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত বিভিন্ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত সেই নতুন সময়সূচিতেই দেখা দিয়েছিলো গড়মিল।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র থেকে পরীক্ষার নতুন সময়সূচি দেয়া হয়। তবে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করার পর সেখানে দেখা যায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনেও অনার্স ২য় বর্ষের একটি পরীক্ষা রয়েছে। পরে অবশ্য সেই ভুল বুঝতে পেরে তৎক্ষনাত সেটি সশোধন করে নতুন সময়সূচি প্রকাশ করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ( ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান জানান, অসাবধানতা বশতঃ অনার্স ২য় বর্ষের একটি পরীক্ষা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেখানো হয়েছে। যার কারণে ওই পরীক্ষার সময়সূচী পুনর্বিন্যাস ও সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতোমধ্যে (http://www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সকলকে সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

বাঙ্গালদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত