ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১১:৩৩

বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার কোনও শিক্ষককে ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে যে রায় দেয়া হয়েছিলো, তা, পূর্ণাঙ্গ প্রকাশ করেছেন হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরের পর ১৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ হয়।

কোনও শিক্ষককে এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে মর্মেও রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ে বেসরকারি শিক্ষকদের চাকরি বিধিতে এই বিধান সংযোজন করতে বলেছেন আদালত। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি ইস্যু করে সকল শিক্ষা বোর্ডকে এ বিষয়ে পরিপত্র জারি করতে বলেছেন আদালত।

পাশাপাশি উক্ত রায়ে রিটকারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে ৯০ দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে বলেছেন আদালত। এ ছাড়া তার বকেয়া বেতন-ভাতাও পরিশোধ করতে বলেছেন আদালত।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত