জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৩ মে নতুন ব্যাচের সশরীরে ক্লাস
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ১৫:৪৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস চালু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৩ মে থেকে তাদের ক্লাস চালু হবে।
|আরো খবর
রোববার হল প্রাধ্যক্ষদের নিয়ে দুপুরে আসন বণ্টন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।
তিনি বলেন, শুরু থেকেই অনলাইনে ৫০তম ব্যাচ ক্লাস করে আসছে। ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭-২২ মে পর্যন্ত আবারো তাদের অনলাইনে ক্লাস হবে। এরপর ২৩ মে থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ঢাকা ও তার আশেপাশে থেকে সশরীরে ক্লাসে অংশ নেবে। তাদের যাতায়াতে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে। এরপরও কোনো শিক্ষার্থীর যদি বাইরে থাকার ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের সুপারিশে তাদের হলে থাকার ব্যবস্থা করা হবে। নতুন দুটি হল শিগগির উদ্বোধন হবে। এরপর তাদেরকে হলে রাখার ব্যবস্থা করা হবে।
এর আগে ৯ মার্চ ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনলাইন ক্লাস শুরু করে।
বাংলদেশ জার্নাল/এমএস