ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে উপবৃত্তি : শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়লো

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২২, ১৯:৩২

প্রাথমিকে উপবৃত্তি : শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়লো

প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৫ মে পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা হবে। আর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বিভাগগুলোর তথ্য অন্তর্ভুক্তি তিন দিন পর শুরু হবে, যা চলবে সাত দিন।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে আদেশ জারি করেছে।

জানা যায়, সার্ভার জটিলতা, শিক্ষার্থীদের বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের নানা সমস্যার কারণে তথ্য অন্তর্ভুক্তিতে সময় লাগছে। যেকারণে এ নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। নতুন সূচি অনুযায়ী রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি চলবে ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি চলবে ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম অনুসারে এবার নতুন পদ্ধতিতে শিক্ষার্থীরা উপবৃত্তি পাবেন। এর আগে নির্ধারিত মোবাইল ব্যাংকিং থাকলেও এবার থেকে যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টেই শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবেন।

বাংলাদেশ জার্নাল/একে/আরকে

  • সর্বশেষ
  • পঠিত