ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ট্রাস্টির বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২২, ২১:৪৫  
আপডেট :
 ২৪ মে ২০২২, ২১:৫১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ট্রাস্টির বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা
ফাইল ছবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ট্রাস্টির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুদক উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ নিষেধাজ্ঞার ওই আদেশ দেন।

এর আগে গত ৫ মে নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য জমি কেনার নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়।

নিষেধাজ্ঞা দেয়া পাঁচ ট্রাস্টি হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য এম.এ. কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান।

এছাড়া জালিয়াতি, দুর্নীতির সঙ্গে জড়িত আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীর নামও রয়েছে নিষেধাজ্ঞার আওতায়।

বাংলাদেশ জার্নাল/একে/এমএস

  • সর্বশেষ
  • পঠিত