ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

দাখিলের ফরম পূরণের সময় বাড়লো

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২২, ১৬:৩৮

দাখিলের ফরম পূরণের সময় বাড়লো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ মে পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন।

বুধবার রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, দাখিল পরীক্ষা-২০২২ এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ (বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে) অনলাইনে ফরম পূরণের সময়সীমা ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো।

আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান কৃর্তক অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ ৩১মে এবং চূড়ান্তকরণের শেষ সময় ১ জুন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুলাই, চলবে ১৯ জুলাই পর্যন্ত।

বাংলাদেশ জার্নাল/একে/আরকে

  • সর্বশেষ
  • পঠিত