৪৪তম বিসিএস প্রিলির ফল প্রকাশ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২২, ১৬:১৫
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বুধবার। পিএসসি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফল প্রকাশকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) এক জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে ফল প্রকাশ করা হবে।
|আরো খবর
চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।
গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে আবেদনের সময় প্রায় এক মাস বাড়ানো হয়।
বাংলাদেশ জার্নাল/এমএম