ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

কুবিতে ৬৪ কোটি টাকার বাজেট, বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

  কুবি প্রতিনিধি

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ২১:২৮

কুবিতে ৬৪ কোটি টাকার বাজেট, বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬৪ কোটি ১৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে গবেষণা খাতে প্রায় ৭৯ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের সভাপতিত্বে ৮৪তম সিন্ডিকেট সভায় ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বাজেট উপস্থাপন করেন।

বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ৩৭ কোটি ৬২ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনভাতা বাবদ, পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৩ কোটি ৮৭ লাখ টাকা, গবেষণা বাবদ ২ কোটি ৭২ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ৮০ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৪ লাখ টাকা ও মূলধন অনুদান ৯ কোটি ১ লাখ টাকা রাজস্ব বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ টাকা।

বাজেটে আয়ের উৎসের মধ্যে প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ২১ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে বরাদ্দ অর্থের পরিমাণ ৫৪ কোটি ৫২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ ফান্ড হতে ঋণ ৬৮ লাখ ১৬ হাজার টাকা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত