ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বদলি-পদোন্নতিতে তদবির : সতর্ক করলো মাউশি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ১৫:৪৭  
আপডেট :
 ০২ আগস্ট ২০২২, ১৭:০৫

বদলি-পদোন্নতিতে তদবির :  সতর্ক করলো মাউশি

পদোন্নতি, নিয়োগ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বদলিসহ তদবিরের বিষয়ে সবাইকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটি বলছে নীতিমালা অনুসারে অধিদপ্তরে সেবা প্রদান করা হয়।

সোমবার মাউশি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেন মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কর্মকর্তাদের নাম ভাঙিয়ে পদোন্নতি, নিয়োগ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেয়ার লোভ দেখিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ই-মেইল, এসএমএস বা চিঠি পাঠিয়ে টাকা দাবি করার খবর পাওয়া যাচ্ছে। মাউশির কোনো কাজে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

এ ধরনের প্রতারক চক্র বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর অধীন কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ব্যবহার করে ই-মেইল, এসএমএস, ফোন এবং চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনো ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

বাংলাদেশ জার্নাল/একে/আরকে

  • সর্বশেষ
  • পঠিত