জবিতে স্বর্ণপদক পেলেন গণিত বিভাগের ৪ শিক্ষার্থী
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ২০:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক গণিত বিভাগের ৪ জন শিক্ষার্থীকে অ্যাকাডেমিক সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে গণিত বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বর্ণপদক প্রদান করা হয়।
স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, ২০১৭ সালে সম্মানে প্রথম শিশির রঞ্জন দাস, একই সালে মাস্টার্সে গবেষণায় প্রথম সেলিম হোসেন, ২০১৮ সালে সম্মনে প্রথম তসলিমা আক্তার এবং একই সালে মাস্টার্সে গবেষণায় প্রথম শ্রীধাম চন্দ্র অধিকারী।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম বলেন, আমি গণিত বিভাগের শিক্ষকদের অনুরোধ করতে চাই আপনি ক্লাসে পড়ানোর সময় শিক্ষার্থীদের টেক্সট বুক হিসেবে ভালো মানের লেখকদের বইয়ের রেফারেন্স দেবেন যাতে তারা সেই সমস্ত টপিক পড়ে তাদের বাস্তব লাইফে কিভাবে গণিতের ব্যবহার করা যায় তা যেন বুঝতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমি মনে করি এই পদকের মাধ্যমে আমাদের তরুণ শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং এটা প্রাপ্তির উদ্দেশ্যে তারা কাজ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র ৭ একর জায়গায় ৩৬টা ডিপার্টমেন্ট ও ২টা ইন্সটিটিউট। বিশ্বে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঘনবসতিপূর্ণ ক্যাম্পাস। ম্যাথমেটিকস ইজ দ্যা মাদার অফ সাইন্স।গণিত এখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, বিসিএস পরীক্ষায় গণিতে যারা ভালো করে তারাই পরীক্ষায় ভালো করে।
অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রোগ্রামটির আহ্বায়ক অধ্যাপক ড. রেজাউল করিম ও সদস্য সচিব ড. রাবেয়া আক্তার।
বাংলাদেশ জার্নাল/আরকে