ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ইবিতে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০১:৫৮

ইবিতে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ। ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংবাদ প্রতিবেদন লেখা ও সম্পাদনার কলাকৈশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীদ্র-নজরুল কলা ভবনের ১০১নং কক্ষে এর আয়াজন করে ইবি সাহিত্য সংসদ ও সাহিত্য বিষয়ক সংগঠন শিল্পতীর্থ।

বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ মোহা. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ।

এ ছাড়াও বক্তব্য রাখেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. তপন কুমার রায়, সহযাগী অধ্যাপক রোজী আহমদ, সহযোগী অধ্যাপক ফৌজিয়া খাতুন প্রমুখ।

কর্মশালা বিষয়ে আলোচনা করেন, ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার মাসুম ও ইবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সাহান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো স্মার্ক ইউনিভার্সিটি ফাউন্ডেশন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রশিদ চৌধুরী বলেন, সাংবাদিকতা নিঃসন্দেহে একটি মহান পেশা। পাশাপাশি এটি ঝুঁকিপূর্ণও বটে। এ পেশায় টিকে থাকতে হলে সত্যিকারের পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করতে হবে।

কর্মশালা শেষে বিভাগের ৮০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত