ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

এনএসইউতে অধ্যাপক মিজান আর খানের পাবলিক লেকচার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৬:৪৬

এনএসইউতে অধ্যাপক মিজান আর খানের পাবলিক লেকচার
সংগৃহীত ছবি

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউর) বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের ডিপুটি ডিরেক্টর এবং দ্যা লিস্ট ডেভেলপেড কান্ট্রিস ইউনিভার্সিটি কনসোর্টিয়াম ও ক্লাইমেট চেঞ্জ এর ডিরেক্টর অধ্যাপক ড. মিজান আর খানের একটি পাবলিক লেকচারের আয়োজন করে।

এনএসইউর অফিস অব রিসার্চ এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস যৌথ উদ্যোগে এ লেকচারের আয়োজন করা হয়।

অধ্যাপক খান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন শিক্ষাবিষয়ক পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। ডক্টর খানের কাছে প্রশ্ন ছিল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বিশেষ করে বাংলাদেশী শিক্ষার্থীদের পরিবেশগত সাক্ষরতার উন্নতির জন্য আজকের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে কিনা।

সম্প্রতি মিশরে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৭তম কনফারেন্স অব পার্টিস মিটিং থেকে ফিরে অধ্যাপক খান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের উপর বিস্তৃত পাঠক্রমের উপর আরও মনোযোগ দেয়ার জন্য যুক্তি দেন। তিনি শিক্ষার্থীদের পরিবেশগত নীতিশাস্ত্রের দক্ষতা অর্জনসহ অর্থনীতির প্রবৃদ্ধির ভারসাম্য হিসেবে উপর গুরুত্ব দেন।

অধ্যাপক ড. নরম্যান কে. সোয়াজো, পরিচালক, অফিস অব রিসার্চ, এনএসইউ এবং ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক স্বাগত বক্তব্য দেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত