ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে পুলিশ পরিবারের ৩ সদস্য পেলেন মেধাবৃত্তি

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:২৩

লক্ষ্মীপুরে পুলিশ পরিবারের ৩ সদস্য পেলেন মেধাবৃত্তি
শিক্ষার্থীকে সম্মাননাপত্র দেয়া হচ্ছে। ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা পুলিশ পরিবারের তিন জন সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২১’ দেয়া হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে তাদের মধ্যে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী হস্তান্তর করেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

তিনি বলেন, এই মেধাবৃত্তি আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। এছাড়া এখন পুলিশ কর্মকর্তা-কর্মচারীর সন্তানরা বিভিন্ন পেশায় সাফল্য ছড়িয়ে দিচ্ছে। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এসপি।

পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে প্রাপ্ত লক্ষ্মীপুর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারী ও নন-পুলিশ পরিবারের সন্তান যারা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে এ-প্লাস অর্জন করেছে তাদের সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়াসহ মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবরা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত