ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইবিতে বসন্ত উৎসব

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২০

ইবিতে বসন্ত উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব ১৪২৯ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও রোজী আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ’বাংলাদেশের সরকারি-বেসরকারি যে সব বিশ্ববিদ্যালয় আছে, যারা বাঙালি সংস্কৃতি নিয়ে বিভিন্ন আয়োজন করে, এটাকে ধারণ করে এবং পরিপুষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত থাকে তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যতম। বসন্তই বিশ্বের বাসনা। আমরা জাতিতে বাঙালি। বিশ্বের একমাত্র আমাদের দেশেই ১২ মাসে নির্দিষ্ট ৬ ঋতুর উপস্থিতি ঘটে। ঋতুর আন্দোলিত এ দেশ যাঁরা গড়ে দিয়ে গেছেন, এ গড়ার পিছনে যে আন্দোলন শুরু হয়েছিল, যে বীজ রোপিত হয়েছিল, কিংবা যে বীজের অঙ্কুরোদগম ঘটেছিল সেটা ছিল আমাদের ভাষা আন্দোলন। আজ সেই ভাষার মাস। এ ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

আলোচনা সভা শেষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত